রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » আর হারাবেনা কোন ফোন নাম্বার
আর হারাবেনা কোন ফোন নাম্বার
আমরা বিভিন্ন সময় হতাশ হয়ে পরি যখন পুরনো সেভ করা নাম্বার গুলো আর খুঁজে না পাই অথবা ভুল করে ডিলিট করে ফেলি । হতে পারে মোবাইল হারিয়ে গেল বা চুরি হল সে ক্ষেত্রেও আমরা একই সমস্যাই পরি। কারন আমরা সাধারনত মোবাইল ছাড়া আর কোথাও ফোন নাম্বার সেভ করে রাখিনা। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে গুগল । আমরা খুব সহজেই গুগলে আমাদের ফোনে সেভ করা নাম্বার গুলো আপলোড করে রাখতে পারি। ফলে আর হারাবেনা কোন নাম্বার। নিচের দুইটি নির্দেশিকা অনুসরন করুন।
নির্দেশিকা ১. এক্সপোর্ট
আপনার নাম্বার গুলো এক্সপোর্ট করতে
১ . প্রথমে প্লে স্টোরে গিয়ে Google Contacts এই এপ্লিকেশনটি ইনস্টল করুন
২. আপনার মোবাইলে এই এপ্লিকেশনটি চালু করুন
৩. এবার মেনু অপশনে ক্লিক করুন
৪. সেটিংস এ ক্লিক করুন
৫. এক্সপোর্ট এ ক্লিক করুন
৬. ফাইল এর একটি নাম দিন এবং সেভ করুন।
নির্দেশিকা ২. ইমপোর্ট
আপনার নাম্বার গুলো ইমপোর্ট করতে
১. আপনার মোবাইলে Google Contacts এই এপ্লিকেশনটি চালু করুন
২. এবার মেনু অপশনে ক্লিক করুন
২. সেটিংস এ ক্লিক করুন
৩. ইমপোর্ট এ ক্লিক করুন
৪. গুগল সিলেক্ট করুন
৫. .vcf ফাইলটি সিলেক্ট করুন (নির্দেশিকা ১ এ যে ফাইল টি তৈরি করেছেন)
৬. আপ্নার কাঙ্ক্ষিত গুগল একাউন্টটি সিলেক্ট করুন
৭. সবশেষে এলাউতে ক্লিক করুন
এখন আপনার নাম্বার গুলো গুগল এ সেভ হয়ে যাবে ।