রবিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বাংলাদেশি উদ্যোক্তারদের সাহায্য করবে যুক্তরাষ্টের মার্কেট এক্সেস সেন্টার
বাংলাদেশি উদ্যোক্তারদের সাহায্য করবে যুক্তরাষ্টের মার্কেট এক্সেস সেন্টার
বাংলাদেশের তরুন উদ্যোক্তাদের(startup) সাহায্য কাজ করবে যুক্তরাষ্ট্রর মেন্টরিং প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (US) MAC।দেশের স্টার্টআপদের সাহায্য করতে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রর মার্কেট এক্সেস সেন্টার এর মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোতে গতকাল শুক্রবার ওই সমঝোতা স্বাক্ষর হয়।
মার্কেট এক্সেস সেন্টার বিশ্বব্যাপী স্টার্ট-আপদের মেন্টরিং করে। এ ছাড়া তারা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফান্ড বা তহবিল পেতেও সাহায্য করে। প্রতিষ্ঠানটি অনলাইনে কিংবা সরাসরি এসব সাহায্য করে থাকে।
বাংলাদেশের স্টার্ট-আপদের সঙ্গে ফাউন্ডার স্পেসের সুদূরপ্রসারী সম্পর্ক সৃষ্টি করা এ সমঝোতার অন্যতম লক্ষ্য।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ফাউন্ডার স্পেসের চেয়ারম্যান স্টিভ হফম্যান প্রমুখ।
এরছাড়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত Google এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।