মঙ্গলবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » বাজারে হুয়াওয়ের নতুন ফোন
বাজারে হুয়াওয়ের নতুন ফোন
দেশের বাজারে ‘ওয়াই৭ প্রো ২০১৯’ নামের নতুন স্মার্টফোন এনেছে হুয়াওয়ে। ডিউড্রপ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফ্রন্ট ফ্লাশ ও এআই ক্যামেরাযুক্ত ফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটিতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
হুয়াওয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর তৈরি হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৮.২ চালিত আকর্ষণীয় ডিজাইনের ওয়াই৭ প্রো ২০১৯ স্মার্টফোনে ৬ দশমিক ২৬ ইঞ্চির ডিউড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কোয়ালকম ৪৫০ অক্টাকোর প্রসেসর-সংবলিত ৩ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।
ডিভাইসটি বিষয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘বাংলাদেশের বাজার আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করি। আশা করছি, নতুন স্মার্টফোনটি দেশের মানুষের মধ্যে সাড়া ফেলতে পারবে।’