রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তথ্য চুরির ঘটনায় ইকুইফ্যাক্সের দুই কর্মীকে চাকরিচ্যুত
তথ্য চুরির ঘটনায় ইকুইফ্যাক্সের দুই কর্মীকে চাকরিচ্যুত
যুক্তরাষ্ট্রের ক্রেডিটকার্ড কোম্পানি ইকুইফ্যাক্সের তথ্য চুরির ঘটনায় দুই জ্যেষ্ঠ কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। চাকরিচ্যুত হওয়া ওই কর্মী দুজন হলেন প্রতিষ্ঠানটির প্রধান তথ্য কর্মকর্তা ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা।প্রতিষ্ঠানটি জানিয়েছে, হ্যাকাররা আক্রমণ চালানোর দুই মাস আগে থেকেই তারা নিরাপত্তা ত্রুটির কথাটি জানতো। এই নিরাপত্তা ত্রুটির কারণেই হ্যাকাররা তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পায়।
গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ইকুইফ্যাক্সের শেয়ারে ধস নামে। ইকুইফ্যাক্স জানিয়েছে, অপরাধীদেরকে খুঁজে বের করতে তারা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।
হ্যাকিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ কোটি তিন লাখ ও ব্রিটেনের চার লাখ ক্রেডিটকার্ডধারী গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত মে মাসের ১৩ তারিখ থেকে জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত গ্রাহকদের সংরক্ষিত তথ্যগুলো চুরি করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিইও রিচার্ড স্মিথ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং আগামী ৩ অক্টোবর মার্কিন কংগ্রেসের হাউজ অব এনার্জি ও কমার্স কমিটির শুনানিতে সাক্ষ্য দেওয়ার কথা জানিয়েছেন।
ইকুইফ্যাক্সের তথ্যভাণ্ডারে বিশ্বজুড়ে ৮২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ৯১ টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। গ্রাহকদের সংরক্ষিত তথ্যগুলোর মধ্যে ছিলো তাদের নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্মতারিখ, ঠিকানা ও ড্রাইভিং লাইসেন্স নম্বর।