রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বগুড়ায় দ্বিতীয় আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত
বগুড়ায় দ্বিতীয় আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত
ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) এর যৌথ উদ্যোগে বগুড়ার নাজ গার্ডেন হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম’ এর দ্বিতীয় কর্মশালা। কর্মশালায় বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন ও কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল।
কর্মশালায় ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স (আইইটিএফ) আউটরিচ গ্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমসহ এর সাথে সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উপযোগিতার কথা বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইন্টারনেট সোসাইটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও এসময় আলোচনা করা হয়। প্রায় শতাধিক নেটওয়ার্ক প্রকৌশলী কর্মশালায় অংশগ্রহন করে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত প্রথম কর্মশালার মাধ্যমে বাংলাদেশে আইইটিএফ আউটরিচ প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়।