শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গুগল লোকাল গাইডস ময়মনসিংহ এর মিটআপ অনুষ্ঠিত
গুগল লোকাল গাইডস ময়মনসিংহ এর মিটআপ অনুষ্ঠিত
গুগল ময়মনসিংহ লোকাল গাইডস এর আয়োজনে নব গঠিত বিভাগীয় শহর ময়মনসিংহে অনুষ্ঠিত হল মিটআপ ও ম্যাপ এডিটিং বিষয়ক এক কর্মশালা। গত ৪ নভেম্বর শুক্রবার জয়নুল আবেদিন সংগ্রহশালার অডিটোরিয়ামে বিকেলে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করেন ‘ময়মনসিংহ লোকাল গাইডস” এর মডারেটর পাভেল সারওয়ার। এছাড়া সুমাইয়া জাফরিন চৌধুরী, জিডিজি বাংলা’র তিতাস আহমেদ।
কর্মশালায় আগত সবার কাছে গুগল লোকাল গাইডস এর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও গুগল ম্যাপ এ প্লেস সংযুক্ত করা, ম্যাপ এডিট করা ও লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মশালায়। বক্তারা বলেন, ময়মনসিংহের পর্যটন স্থান গুলোকে সারা বিশে^ তুলে ধরতেই এই আয়োজন। পাশাপাশি এই মিটাআপ এর মধ্য দিয়ে কিছু নতুন ম্যাপার খুজে পাব আমরা, যারা গুগল লোকাল গাইডস হিসেবে ময়মনসিংহকে বিশে^ তুলে ধরবে। কর্মশালার পার্টনার ছিল কোডেক্স সফটওয়্যার সলিউশন লি:, সফট টেক আইটি, পিক্সেল ঢাকা ও সফট ইভার। সংবাদ বিজ্ঞপ্তি।