শনিবার ● ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এটুআই প্রোগ্রাম এবং ভূমি সংস্কার বোর্ড এর চুক্তি
এটুআই প্রোগ্রাম এবং ভূমি সংস্কার বোর্ড এর চুক্তি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর উদ্যোগে সরকারের ভূমি ব্যবস্থাপনার আওতায় ভূমি সেবা সংশ্লিষ্ট কার্যাবলি সহজীকরণ ও মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে সহজে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি উন্নয়নের লক্ষ্যে গত ২ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটুআই প্রোগ্রাম এবং ভূমি সংস্কার বোর্ড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম।
ভূমি সংস্কার বোর্ড এর পরিচালিত মাঠ পর্যায়ের ভূমি প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন, গতিশীলকরণ, ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও আদায়ের অগ্রগতি মনিটরিং, সুপারিশমালা প্রণয়ন ও ভূমি মালিকগণকে সর্বোত্তম সেবা দানে সহযোগিতায় ডিজিটাল পদ্ধতি উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো ভূমি সংস্কার বোর্ড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম উভয়ের পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম সহজিকরণ, ভূমি সংশ্লিষ্ট ই-সেবাসমূহ তৈরী এবং বাস্তবায়ন করা, ভূমি সেক্টরের ই-সার্ভিসসমূহের মধ্যে আন্তঃক্রিয়া নিশ্চিত করা এবং এ সকল ই-সার্ভিসসমূহ তৈরী, পাইলটিং এবং বাস্তবায়ন এর লক্ষ্যে পরিকল্পনা ও কৌশল নির্ধারণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা। সমঝোতা স্মারক অনুযায়ী ভূমি সেবাসমূহ সহজিকরণ ও ই-সেবায় রূপান্তরের ক্ষেত্রে ডোমেইন সাপোর্ট দেয়া ই-সেবা বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে এটুআই এবং ভূমি সংস্কার বোর্ড যৌথভাবে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।