বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ইসিএস কম্পিউটার সিটি » স্বাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি ও সার্ভিসিং করছে উইসডোম টেকনোলজি
স্বাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি ও সার্ভিসিং করছে উইসডোম টেকনোলজি
স্বাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি ও সার্ভিসিং করছে উইসডোম টেকনোলজি। এছাড়াও এখানে সকল প্রকার কম্পিউটার পণ্য, পেনড্রাইভ, এন্টিভাইরাস সহ নেটওয়ার্কিং পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও রবিউল ইসলাম সায়েম বলেন- আমরা শতভাগ নিষ্ঠার সঙ্গে ল্যাপটপ, কম্পিউটার, সার্ভার, প্রিন্টার, টোনার, ট্যাবলেট পিসি, ক্যামেরা, টিভি মনিটর মেরামত করে থাকি। যোগাযোগঃ দোকান নং-৪৪৯, ৪৫০, লেভেল-৪, নিউ এলিফেন্ট রেড, মাল্টিপ্লান সেন্টার ঢাকা।