সোমবার ● ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » চিকিৎসা ও পরামর্শ » অনেকেই বলে আমার বাচ্চা প্রতিবন্ধি হবে এখন আমার কি করা উচিৎ?
অনেকেই বলে আমার বাচ্চা প্রতিবন্ধি হবে এখন আমার কি করা উচিৎ?
এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আগেই থেকেই জানা যায় গর্ভের বাচ্চা প্রতিবন্ধি হবে কি হবেনা।অনেকেই বলে আমার বাচ্চা প্রতিবন্ধি হবে এখন আমার কি করা উচিৎ?
এই প্রশ্নটি করেছেন একজন বোন,
তার নাম না প্রকাশ করে প্রশ্নের উত্তর দেওয়া হলো
প্রশ্ন-
আমার লাস্ট মাসিকের ডেট ছিল আগস্ট এর ২৪ তারিখ তারপর মাসিক হওয়ার জন্য ইমকন ট্যাবলেট খাইছি মাসিক হইনাই এখন বেবি টেস্ট করে দেখি বাচ্চা আছে আবার জর জন্য সিপ্রোফ্লক্সাসিন ও খাইছিলাম এখন কি বাচ্চা যদি রাখি তাহলে কি কোন সমস্যা হবে অনেকই বলে প্রতিবন্ধি হবে এখন আমার কি করা উচিৎ?
উত্তর-
১। আপনি ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়েছেন কিনা বলেননি। এসব বিষয়ে সবসময় একজন গাইনি ডাক্তার এর পরামর্শে চলা ও ঔষধ খাওয়া উচিত।
২। গর্বে বাচ্চা রাখার সিদ্ধান্ত ভাল কিন্তু শঙ্কায় আছেন বাচ্চা প্রতিবন্ধি হবে কিনা। বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায়না। এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আগেই থেকেই জানা যায় বাচ্চা প্রতিবন্ধি হবে কি হবেনা। আপনি একজন ভাল গাইনি ডাক্তার দেখিয়ে 4D আলট্রাসনোগ্রাম করে জানতে পারবেন আপনার বাচ্চা প্রতিবন্ধি হবে কিনা।
ভাল থাকবেন।
***এরকম একই ধরনের সমস্যা অনেকেরই হতে পারে,
তাই শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
ডাঃ কামরুন নাহার সুলতানা
ইওসি মেডিকেল অফিসার (গাইনী ও অবস)
ঢাকা।
Dr-kamrun Nahar Sultana
EOC Medical Officer, Gynae & Obs Dept.
Dhaka.