মঙ্গলবার ● ৬ মার্চ ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » শুরু হল ইনফোকম টেক ২০১২
শুরু হল ইনফোকম টেক ২০১২
৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “ইনফোকম টেক ২০১২” এর উদ্বোধন করেন বাংলাদেশ আইএসপি এসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। তিনি বলেন “বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে এ পর্যন্ত এধরনের আয়োজনের দায়িত্ব ট্রেড এসোসিয়েশনগুলোকেই নিতে হয়েছে। এধরনের আয়োজনে আই-স্টেশনের মত বাণিজ্যিক প্রতিষ্ঠান এগিয়ে আসায় আমরা আশাবাদী যে এখন থেকে এ ধরনের আয়োজন ভিন্ন মাত্রা পাবে।” উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -ইনফোকম টেক ২০১২ এর উপদেষ্টা ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ব্যাংকারস্ সিটিও ফোরাম এর সভাপতি তপন কান্তি সরকার, বাংলাদেশ কল সেন্টার ও আউটসোর্সিং এসোসিয়েশন এর সভাপতি আহমেদুল হক ববি ও ফিউচার লিডার্স এর প্রধান নির্বাহী কাজী এম আহমেদ। বক্তারা এ ধরনের আয়োজনে জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ও আগামী বছর তাদের এসোসিয়েশনগুলো হতে আরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন - বিজনেস ইনোভেশন এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রধান নির্বাহী ও “ইনফোকম টেক ২০১২” এর আহবায়ক সুফি ফারুক ইবনে আবুবকর। উদ্যোক্তারা জানান আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে একই ধরনের আয়োজন করা হবে। আগামি ৮ ই মার্চ পর্যন্ত প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন।