রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » সিম্ফনির স্মার্টফোন গ্রাহকরা হোটেল ওশান প্যারাডাইজ এ পাবেন ৩০% ডিস্কাউন্ট
সিম্ফনির স্মার্টফোন গ্রাহকরা হোটেল ওশান প্যারাডাইজ এ পাবেন ৩০% ডিস্কাউন্ট
বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড এর নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ আজ তাদের হেড অফিসে হোটেল ওশান প্যারাডাইজ এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির মাধ্যমে আগস্ট ২০১৫ এর পড়ে কেনা সিম্ফনি স্মার্টফোন গ্রাহকগণ ৩০% ডিস্কাউন্ট পাবেন কক্সবাজারে অবস্থিত হোটেল ওশান প্যারাডাইজ এর রুম ট্যারিফ এর উপর সারা বছর জুড়ে (শুধু মাত্র ঈদের ছুটি, দীর্ঘ ৫ দিনের সরকারী ছুটি এবং ইংরেজী নববর্ষ এর আগের রাত ব্যাতীত)। গ্রাহকগণ তাঁর সিম্ফনি স্মার্টফোন টি হোটেল কর্তৃপক্ষ কে দেখালেই এই অফারটি উপোভোগ করতে পারবেন। আজকে থেকেই এই অফারটি গ্রাহকগণ উপোভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের সিনিয়র ডাইরেক্টর, রেজোয়ান হক, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার, মারকেটিং, জাহিদুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার, মার্কেটিং, শাহরিয়ার হুদা ও হোটেল ওশান প্যারডাইজ এর পক্ষ থেকে ছিলেন উর্ধ্বতন ব্যবস্থাপক, সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট, খায়রুল আনাম এবং ম্যানেজার, মার্কেটিং, সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট, তানভীর শওকত।