সোমবার ● ৩১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চলতি বাজার » ১ সেপ্টেম্বর থেকে ইন্টারনেটের কমানোর সিদ্ধান্ত
১ সেপ্টেম্বর থেকে ইন্টারনেটের কমানোর সিদ্ধান্ত
আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে ব্যান্ডউইথের দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
সরকারি সিদ্ধান্ত অনুসারে, বর্তমানে প্রতি মাসে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। বাংলাদেশ সাবমেরিন কেব্ল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে ১ এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল ১ হাজার ৬৮ টাকা। এখন সেটি কমিয়ে ৬২৫ টাকা করা হয়েছে। নূন্যতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য পাওয়া যাবে। তবে এই মূল্য আপাতত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে প্রযোজ্য হবে। তিনি মনে করেন, ব্যান্ডউইথের দাম কমানো ডিজিটাল বাংলাদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের ইন্টারনেট ব্যবহার বাড়বে। তবে এই মূল্য শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে কার্যকর হবে বলে জানা গেছে।