বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হল ‘ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড’
ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হল ‘ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড’
বাংলাদেশ থেকে ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড পরবর্তী পর্বের জন্য ‘ইন্টারটেইনমেন্ট ও গেমস’ বিভাগে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৫ এর জন্য নির্বাচিত হয়েছে । ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড বিশ্বের ১৬০ টি দেশের ৫০০এর বেশি অ্যাপ্লিকেশন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, এ নির্বাচন প্রক্রিয়াটি ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের অনলাইন জুরিবোর্ড আগামী ১৫ই সেপ্টেম্বরের, ২০১৫ এর মধ্যে করবেন । পরবর্তী পর্বের জন্য অনলাইন জুরিবোর্ড এ সবগুলো গেম যাচাই বাছাই করে আটটি বিভাগের প্রতিটির জন্য ১৫-২০টি করে মোট ১২০-১৪০টি অ্যাপ্লিকেশন নির্বাচন করবে ।
অতঃপর, তথ্য-প্রযুক্তিতে প্রখ্যাত বিশেষজ্ঞ ও শিল্পনেতাদের নিয়ে ২০ সদস্যের একটি প্রধান জুরিবোর্ড গঠন করা হবে, যারা আজারবাইজানে একত্রিত হয়ে সেরা ৪০টি অ্যাপ্লিকেশন অথবা ই-কন্টেন্ট ওয়েবসাইট নিরধারন করবেন । প্রধান জুরিবোর্ডের সদস্যদের সাংবাদিকতা, বিজ্ঞাপন, গবেষণা, শিক্ষকতাসহ আরও অনেক অভিজ্ঞতা রয়েছে ।
শেষ নির্বাচিত এই ৪০টি ই-কন্টেন্ট অ্যাপ্লিকেশন (প্রতিটি বিভাগে ৫টি করে) নির্মাতাদের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের আন্তর্জাতিক পার্লামেন্টে দর্শকদের সামনে তাদের অ্যাপ্লিকেশন উপস্থাপন করার সুযোগ দেয়া হবে ।
ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড একটি অ্যাকশন ও আরকেডধর্মী গেম; এ গেমে ২ ধরনের গেম মোড আছে - সারভাইভাল মোড এবং ওয়ার মোড । গেম মোড দু’টির খেলার ধরন এবং অ্যাকশন কম্বো ব্যবহারের মাঝে রয়েছে ভিন্নতা । গেমটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে আছে - গেম-প্লে পরিবর্তন করার স্বাধীনতা, মালটি-টাচ প্রভৃতি ।
ট্যাপ ট্যাপ অ্যান্টস : ব্যাটলফিল্ড ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ড ২০১৪’ অর্জন করে, এবং এ সুবাদে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৫’-তে অংশগ্রহনের সুযোগ পায় ।
গেম লিঙ্ক: http://www.riseuplabs.com/products/tap-tap-ants-battlefield