রবিবার ● ২৩ আগস্ট ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ফুডপান্ডা নিয়ে এল “হ্যাপি আওয়ার” ক্যাম্পেইন
ফুডপান্ডা নিয়ে এল “হ্যাপি আওয়ার” ক্যাম্পেইন
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ফুডপান্ডা সম্প্রতি “হ্যাপি আওয়ার” নামের একটি নতুন ক্যাম্পেইনের ঘোষনা দিয়েছে।
ফুডপান্ডার জনপ্রিয় “হ্যাপি আওয়ার” ক্যাম্পেইনটি আবার চালু হয়েছে। হ্যাপি আওয়ার নামটির অনুপ্রেরণা বিদেশী রেষ্টুরেন্টদের কাছ থেকে নেওয়া হয়েছে, যারা দিনের নির্দিষ্ট একটি সময়ের জন্য বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে থাকে। ফুডপান্ডা একইভাবে বাংলাদেশে তার গ্রাহকদেরকে প্রতিদিন তিন ঘন্টার জন্য ফ্রী ডেলিভারি সার্ভিস দেবে, যা অন্যান্য লোভনীয় অফার গুলোর মধ্যে সেরা। গ্রাহকরা এই “হ্যাপি আওয়ার” সময়ে অতিরিক্ত কোন ডেলিভারি ফি ছাড়াই তাদের পছন্দের রেষ্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সকল গ্রাহক তাদের অর্ডার ডেলিভারির উপর এই ছাড় পাবেন।এই সার্ভিসটি পেতে কোন ধরনের ভাউচার এর প্রয়োজন নেই। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি। এই অফারটি পুরো আগষ্ট মাস জুড়ে চলবে।
ফুডপান্ডা, বৃহত্তম ইন্টারনেট ইনকিউবেটর রকেট ইন্টারনেট এর একটি ভেঞ্চার যার হেডকোয়ার্টার বার্লিনে অবস্থিত; একটি আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডারিং মার্কেটপ্লেস যেখানে ক্রেতারা তাদের আশেপাশের এলাকায় অবস্থিত ফাস্টফুড অথবা রেস্টুরেন্টের বিশাল তালিকা থেকে তাদের পছন্দসই খাবার খোঁজা, পছন্দ করা এবং অর্ডার করতে পারবেন। বর্তমানে পাঁচটি মহাদেশে ৪০টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্রগ্রাম এবং সিলেটে ফুডপান্ডা তাদের কার্যক্রম চালাচ্ছে। এটি ২০১৩ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ফুডপান্ডা স¤পর্কে আরো জানতে ভিজিট করুন www.foodpanda.com.bd|।
ফুডপান্ডা সম্পর্কে:
ফুডপান্ডা একটি আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডারিং মার্কেটপ্লেস যেখানে ক্রেতারা তাদের আশেপাশের এলাকায় অবস্থিত ফাস্টফুড অথবা রেস্টুরেন্টের বিশাল তালিকা থেকে তাদের পছন্দসই খাবার খোঁজা, পছন্দ করা এবং অর্ডার করতে পারবেন। ফুডপান্ডা বৃহত্তম ইন্টারনেট ইনকিউবেটর রকেট ইন্টারনেট এর একটি ভেঞ্চার এবং এটি ২০১৩ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। পাঁচটি মহাদেশে ৪০টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। ফুডপান্ডা স¤পর্কে আরো জানতে ভিজিট করুন www.foodpanda.com.bd । বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্রগ্রাম এবং সিলেটে ফুডপান্ডা তাদের কার্যক্রম চালাচ্ছে।