সোমবার ● ১৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ইজি নেট নিয়ে মানুষের কাছে গ্রামীণফোন কর্মীরা
ইজি নেট নিয়ে মানুষের কাছে গ্রামীণফোন কর্মীরা
আজ ১০০০ এরও বেশি গ্রামীণফোন কর্মী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকার মানুষকে ইজি নেট (*5000*55#) এর সাথে পরিচয় করিয়ে দেন। যারা এখনো ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য ইজি নেট চালু করা হয়েছে। বিনামূল্যের ভিডিও টিউটরিয়াল মাধ্যমে ইন্টারনেট কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো ছাড়াও এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন হ্যান্ডসেটধারী গ্রাহকরা ফেসবুক, উইকিপিডিয়ার মতো কয়েকটি সাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কোন ইন্টারনেট প্যাকেজ চালু না থাকলেও গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ইজি নেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের “সবার জন্য ইন্টারনেট” লক্ষ্যের অংশ হিসেবে এই পণ্য চালু করা হয়েছে।