শনিবার ● ৮ আগস্ট ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক চাকায় চলবে মোটরবাইক
এক চাকায় চলবে মোটরবাইক
এক চাকার মোটরবাইক! শুনলে অবাক হতে হলেও এটাই বাস্তবে রুপ পেয়েছে। ব্যতিক্রমী এই মোটরবাইক তৈরী করেছে মার্কিন কোম্পানি রাইনো মোটরস।
এর নাম দেয়া হয়েছে মাইক্রো সাইকেল। বাইকটির ওজন ১৬০ পাউন্ড। এটি একটি ইলেক্ট্রিক বাইক। ছয় ঘণ্টা চার্জ দিলে চলবে
সারাদিন। এক চাকায় চলবে মোটরবাইক
সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ মাইল। মোটরবাইক কো্ম্পানি আপাতত ৫ হাজার ২৯৫ ডলারে বাজারে ছেড়েছে এটি।
২৬০ মি.মি. এর চাকায় প্রচলিত বল বিয়ারিংই ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন বলতে দুটি শক্তিশালী ইলেকট্রিক মোটর। আর শক্তি সরবরাহের জন্য রয়েছে লেড অ্যাসিড ব্যাটারি।