রবিবার ● ২ আগস্ট ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » দেশে স্যামসাংয়ের ফোনের দাম কমলো ৫০০০টাকা !
দেশে স্যামসাংয়ের ফোনের দাম কমলো ৫০০০টাকা !
দেশে স্যামসাংয়ের কয়েকটি মডেলের স্মার্টফোন এখন বিশেষ অফারে আগের চেয়ে কম দামে পাওয়া যাবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অফারে ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জের কয়েকটি মডেলের ফোনের দাম আগের চেয়ে কম রাখা হবে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৬ ও নোট ৪। স্যামসাং গ্যালাক্সি এস ৬ এখন পাওয়া যাবে ৪৪ হাজার ৯০০ টাকায়। এপ্রিলে উদ্বোধনের সময় এর দাম ছিল ৬৯ হাজার ৯০০ টাকা। ৮০ হাজার টাকা দামের গ্যালাক্সি নোট ৪ এখন পাওয়া যাবে ৫০ হাজার টাকায়।
মিড রেঞ্জ বা মধ্যম সারির ফোনগুলোর ক্ষেত্রেও দাম কমিয়েছে স্যামসাং। ১৯ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখন পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ টাকায়। সাত হাজার ৯৯০ টাকা দামের গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাবে ছয় হাজার ৯৯০ টাকায়। টাইজেন অপারেটিং সিস্টেমচালিত জেড ১ স্মার্টফোনটিরও দাম কমিয়েছে স্যামসাং। ছয় হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন পাওয়া পাবে পাঁচ হাজার ৯৯০ টাকায়। গ্যালাক্সি কোর টু এখন কেনা যাবে নয় হাজার ৯৯০ টাকায়।
দাম কমানো প্রসঙ্গে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী বলেন, ‘সর্বশেষ প্রযুক্তি সুবিধার পণ্য ক্রেতাদের হাতে এনে দিয়ে মোবাইল ইন্টারনেট বিপ্লবের নেতৃত্ব দিতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি গ্রাহক যেন চমত্কার স্মার্টফোন অভিজ্ঞতা পান তা নিশ্চিত করতে চাই আমরা। আমরা সাশ্রয়ী দামে উন্নত পণ্য ডিভাইস দিতে প্রস্তুত। এ ধরনের অফারের ফলে সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির স্মার্টফোন হাতে পাবেন গ্রাহকেরা।’