শুক্রবার ● ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চার্জ ছাড়াই চলবে আইফোন!
চার্জ ছাড়াই চলবে আইফোন!
আইফোনের নতুন সংস্করণ আইফোন সেভেন নিয়ে জল্পনা-কল্পনা ও অপেক্ষার শেষ নেই। কারণ এর প্রতিটি সংস্করণেই থাকে নতুন চমক।
এবারও আইফোনের আগামী সংস্করণে থাকছে সেরকমই এক চমক। আর এই চমক হলো বিদ্যুতের চার্জ ছাড়াই দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে হাতে স্মার্টফোনটি।
কারণ এতে যোগ হচ্ছে সৌরকোষ (সোলার প্যানেল)। এর ফলে সূর্যের আলোতে তৈরি বিদ্যুতেই চলবে শখের আইফোন।
অ্যাপলের পরিকল্পনায় স্মার্টফোনের ওপরের বাড়তি অংশসহ টাচক্রিনের নিচেও কৌশলে সৌর কোষ বসানোর কথা বলা হয়েছে। এই প্রযুক্তি স্বত্বের (পেটেন্ট) নিবন্ধন করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে করা ওই পেটেন্টে বলা হয়, ম্যাকবুকের ট্র্যাকপ্যাড, আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের মতো প্রযুক্তির স্পর্শে কাজ করে এমন ডিসপ্লের মধ্যে লুকানো অবস্থায় থাকবে সৌরকোষ।
অ্যাপলের পেটেন্টে আরো বলা হয়, প্রতিষ্ঠানটির ডেস্কটপ কম্পিউটারের মাউস ট্রাক প্যাড, কি-বোর্ডসহ ব্যাটারিনির্ভর বিভিন্ন যন্ত্রাংশে সৌরকোষ ব্যবহার করা হতে পারে।