শুক্রবার ● ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিম কার্ডের প্রয়োজন ফুরোচ্ছে!
সিম কার্ডের প্রয়োজন ফুরোচ্ছে!
সিম কার্ড প্রয়োজন হবে না এমন মোবাইল হ্যান্ডসেট তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্যামসাং ও অ্যাপল।
ইলেকট্রনিক সিম কার্ড বাজারে এলে বিভিন্ন মোবাইল অপারেটরের সেবা পরিবর্তন করা বর্তমানের চেয়ে অনেক সহজ হবে। যখন খুশি পরিবর্তন করা যাবে মোবাইল অপারেটর।
বর্তমানে বাজারে থাকা প্লাস্টিকের সিম কার্ডে ব্যবহারকারীর তথ্য, ফোন নম্বর ও মোবাইল সেবা বিষয়ে তথ্য থাকে। মোবাইল অপারেটর পরিবর্তন করতে হলে সাধারণত নতুন একটি সিম কার্ড কিনতে হয়। যেমন কেউ রবি থেকে গ্রামীণে যেতে চাইলে নতুন করে একটি গ্রামীণফোনের সিম কার্ড কিনতে হয়। ইলেকট্রনিক সিম কার্ডের কাজ হবে ভিন্ন রকম। এটি মোবাইল থেকে আলাদা করা যাবে না। তবে যখন খুশি মোবাইল অপারেটর পরিবর্তন করা যাবে। যেমন রবি থেকে গ্রামীণে যেতে চাইলে ফোনে একটি নির্দেশ দিলেই হবে।
ইলেকট্রনিক সিম কার্ডে কীভাবে মোবাইল অপারেটর পরিবর্তন করা যাবে, এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আগামী বছর বাজারে এলে সে সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।