শুক্রবার ● ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আড়াই হাজার টাকায় ডেস্কটপ পিসি!
আড়াই হাজার টাকায় ডেস্কটপ পিসি!
রিমিক্স নামের একটি প্রতিষ্ঠান অ্যানড্রয়েড ভিত্তিক মিনি ডেস্টটপ পিসি তৈরি করেছে। রিমিক্স এই মিনি পিসিটি তৈরির জন্য চীনের বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান জিদে টেকের সহায়তা নিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে নতুন অপারেটিং সিস্টেম রিমিক্স ওএস। এটা অনেকটা অ্যানড্রয়েডের মতই। রিমিক্স ওএসে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের খানিকটা পরিবর্তন এবং পরিবর্ধন আনা হয়েছে। পিসিটিতে এইচডিএমআই পোর্টের মাধ্যমে ডিসপ্লেতে সংযুক্ত করলে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে।
রিমিক্স পিসিতে টেক্সটপ ফিচার রয়েছে। উইন্ডোজের মত টাস্কবার, মাল্টি উইন্ডো এবং মাল্টি টাস্কিংয়ের সুবিধা রয়েছে এটাতে। ডেস্টটপ পিসির মতই এতে কিবোর্ড এবং মাউস সংযুক্ত করা যাবে। অন্যদিকে অ্যানড্রয়েড ভিত্তিক সব অ্যাপসই এতে চালানো যাবে।
রিমিক্সের পিসি ১ জিবি, ২জিবি, ৮জিবি এবং ১৬ জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে।
এতে আছে ৬৪ বিটের ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, বিল্টইন মেমোরি স্টোরেজ। ইউএসবি পোর্টের মাধ্যমে এতে এক্সর্টানাল হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। পিসিটিতে এইচডিএমআই পোর্ট, মাইক্রো ইউএসবি স্লট রয়েছে। এছাড়া এতে ওয়াইফাই এবং ইথারনেট সংযোগ আছে। এটিতে গান শোনার জন্য আছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।
ভারতের বাজারে ১ জিবি ভার্সনের রিমিক্স পিসিটির দাম ২০০০ হাজার রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৫০০ টাকা।