বুধবার ● ১৫ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এক অ্যাপে ১০০ টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি
এক অ্যাপে ১০০ টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি
এক মোবাইল অ্যাপে বাংলাদেশের সব কয়টি টেলিভিশন চ্যানেলসহ প্রায় ৩০টি টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি। ‘টিভি গাইড বাংলাদেশ’ নামের এই অ্যাপটি ডাটাসফ্ট ও মোবিঅ্যাপের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাটাসফ্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বৈশাখী টেলিভিশন প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, এসএটিভির অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুন, মিডিয়া ব্যক্তিত্ব ম. হামিদ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়াব্যক্তিত্ব আব্দুর নূর তুষার।
অনুষ্ঠানে মাহবুব জামান জানান, ‘মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলাদেশের সব কয়টি টেলিভিশন চ্যানেলসহ প্রায় ৩০টি টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি দেওয়া আছে। খুব শিগগিরই যোগ হচ্ছে আরো ৭০টি টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি। অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে বাংলা ও ইংরেজি দুটি ভাষা।
তিনি জানান, অ্যাপে আছে দিন অনুসারে অনুষ্ঠানসূচি, পছন্দের অনুষ্ঠার খোঁজার সুযোগ, অনুষ্ঠানের বর্ণনা, প্রিয় শিল্পীর নাম অনুসারে সূচি, আছে মাই জোন-যেখানে রাখা যাবে পছন্দের তালিকা। এছাড়া আছে প্রিয় অনুষ্ঠান মনে করিয়ে দেওয়ার জন্য রিমাইনন্ডার।
গুগল প্লে স্টোর থেকে যে কেউ অন্য অ্যাপের মতোই সহজে ডাউনলোড করে নেওয়া যাবে।