শনিবার ● ১১ জুলাই ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফেসবুকে নতুন ফিচার
ফেসবুকে নতুন ফিচার
ভিডিও চালানোর নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এই ফিচারটির মাধ্যমে ফেসবুক পেজ স্ক্রল করার সময়ও ভিডিও চালাতে পারবেন ব্যবহারকারীর। ফেসবুক পেজের ওপরে একেবারে কোনার দিকে ভিডিও প্লেয়ারটি থাকবে। তবে ব্যবহারকারী তার সুবিধামতো জায়গায় সরাতে পারবেন প্লেয়ারটি। প্লেয়ারটির মাধ্যমে ভিডিও দেখার পাশাপাশি স্ক্রলও করা যাবে বলে জানা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে একটি নতুন বাটন উন্মুক্ত করেছে। এখনো এটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। ফেসবুকের নতুন এই বাটনটিতে চাপ দিলে ভিডিও চলতে শুরু করবে এবং পেজের বাম দিকের কোনায় তা ভেসে থাকবে। এটি লাইক ও শেয়ার করার সুবিধাও থাকবে। তবে নির্দিষ্ট পেজ ছেড়ে অন্য পেজে গেলে তখন ভিডিওটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।