বুধবার ● ৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেলফিতে হবে মাস্টারকার্ডের লেনদেন!
সেলফিতে হবে মাস্টারকার্ডের লেনদেন!
এবার সেলফি পাসওয়ার্ডে লেনদেন করতে পারবেন মাস্টার কার্ডে। এতে একদিক দিয়ে আপনার লেনদেন যেমন হবে নিরাপদ তেমনি আপনার অর্থও থাকবে নিরাপদে।
সম্প্রতি আমেরিকায় এই সিস্টেম চালু করে ফল পেয়েছে আমেরিকান মাল্টিন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস বা মাস্টারকার্ড।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ মাস্টারকার্ড ব্যবহারকারীকে বেছে নেওয়া হয়েছে। সেলফি পাসওয়ার্ড পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই এসব ব্যবহারকারী তিন বিলিয়ন ডলারের লেনদেন করতে পেরেছেন।
এর আগে, গত মার্চে অনলাইন শপিং জায়ান্ট আলিবাবাও তাদের লেনদেনে সেলফি পদ্ধতি চালু করার কথা জানিয়েছিল।