বুধবার ● ৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » আনফ্রেন্ড করলে জানিয়ে দেবে অ্যাপস
আনফ্রেন্ড করলে জানিয়ে দেবে অ্যাপস
ফেসবুক বন্ধুরা বন্ধুদেরকে কারণে অকারণে আনফ্রেন্ড করে থাকে। হয়তো বন্ধুর অগোচরেই আনফ্রেন্ড হয়ে গেলো অরেক বন্ধু। কিন্তু কে কাকে আনফ্রেন্ড করলে সেটা তার প্রোফাইলে না গেলে বোঝার উপায় নেই। বন্ধুর প্রোফাইলে গিয়ে বোঝা যায় আপনি তার ফেসবুক ফ্রেন্ড কিনা। এই সমস্যার সমাধানে নতুন একটি অ্যাপস চালু হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা নেক্সট ওয়েব জানিয়েছে, এই অ্যাপসটির নাম ‘হু ডিলিটেড মি অন ফেসবুক’। অ্যাপসটি শুধু মাত্র আইওএসের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপসটির সাহায্যে ফ্রেন্ড লিস্ট ট্র্যাক করা যাবে।
অ্যাপনাকে কেউ তার বন্ধুর তালিকা থেকে বাদ দিলে তখুনি অ্যাপসটি জানিয়ে দেবে। এছাড়া কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে আর কে নেই তাও জানা যাবে এই অ্যাপসটি থেকে।
টুইটারেও এমন একটি সুবিধা আছে । টুইটারে ফ্রেন্ডদের কাউকে আনফলো করে দিলে ‘হু আনফলোড মি’ নামের একটি অ্যাপস ব্যবহারকারীদের তা জানিয়ে দেয়।