বৃহস্পতিবার ● ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » লোগো পরিবর্তন করলো ফেসবুক
লোগো পরিবর্তন করলো ফেসবুক
পরিবর্তন এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লোগো পরিবর্তন করলো ফেসবুক।
তবে শুধু ফেসবুক ওয়ার্ড লোগোটিরই পরিবর্তন আনা হয়েছে।
অবশ্য এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জোস হিগিনস ব্রান্ড নিউকে জানিয়েছেন, লোগোটি আরও ইউজার ফ্রেন্ডলি এবং আবেদনময়ী করতে এর আধুনিকায়নের জন্য ফেসবুক প্রস্তুত। তবে পুরো ডিজাইন পরিবর্তন না করে শুধুমাত্র কিছু আপডেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০১২ সালে ফেসবুকের লোগোর ডিজাইনার ব্যান বেরি লোগো পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। ফেসবুক সেটাতে সম্মতি জানালেও শেষ পর্যন্ত ওই সময় তা করা হয়নি।