সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এয়ারটেল এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এয়ারটেল এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর
৫৯২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এয়ারটেল এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর

---

ভারতী এয়ারটেল (এয়ারটেল) দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার ২০ টি দেশে সেবাদানকারী শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান,  গ্রাহকসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটরে পরিণত হয়েছে। বর্তমানে এয়ারটেলের কার্যক্রমভেদে গ্রাহক সংখ্যা ৩০৩ মিলিয়নেরও বেশি।
এয়ারটেল ১৯৯৫ সালের নভেম্বরে নয়াদিল্লীতে(ভারত) এর কার্যক্রম শুরু করে এবং দুই দশকেরও কম সময়ে অতুলনীয় ব্যাপ্তি এবং কার্যক্রমের বৈচিত্রতার সাথে এটি উদীয়মান বাজারের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। কোম্পানিটি আউটসোর্সিং এর উপর ভিত্তিকৃত লো-কস্ট বিজনেস মডেলের পথিকৃৎ এবং এর মাধ্যমে কোম্পানীটি দ্রুতগতিতে এর সেবা সমূহ গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং গ্রাহকদের সুলভে মোবাইল টেলিফোনী ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
গ্রাহকসংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ মোবাইল অপারেটর
র‌্যাংকিং- অপারেটর- মোবাইল সংযোগ সংখ্যা(মিলিয়নে)
১- চায়না মোবাইল- ৬২৬.২৭
২- ভোডাফোন গ্রুপ- ৪০৩.০৮
৩- ভারতী এয়ারটেল- ৩০৩.১০
৪- চায়না ইউনিকম- ২৯৯.০৯
৫- আমেরিকা মোভিল- ২৭৪.১৪
সুত্র- ওয়ার্ল্ড সেলুলার ইনফরমেশন সার্ভিস (ডব্লিউসিআইএস) এর সর্বশেষ গ্লোবাল র‌্যাংকিং

ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেন, “এয়ারটেল এর যাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি আমাদের বিজনেস মডেলের শক্তিমত্তা প্রদর্শন করে। ২০টি দেশের গ্রাহকরা আমাদের ব্র্যান্ডকে ভালোবাসে। আজকে আমরা বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক এলাকাসমূহে বিরামহীনভাবে আমাদের কার্যক্রমসমূহ পরিচালনা করি এবং প্রত্যেক গ্রাহককে একই বিশ্বমানের সেবা প্রদান করে থাকে, এটিই সম্ভবত আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। আমি আমাদের কর্মীদের এবং ব্যবসায় সহযোগীদের এই রোমাঞ্চকর যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং উন্নয়নশীল বিশ্বে মোবাইল ইন্টারনেট প্লে চালু হবার প্রাক্বালে এখন থেকে ভবিষ্যৎ শুধুই উজ্জ্বল হবে”।

এয়ারটেল ২০১৪-১৫ অর্থবছরে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় ২০ টি দেশের ১.৮৫ বিলিয়ন লোক রয়েছে এবং এই নেটওয়ার্ক এর মাধ্যমে গতবছর ১.২৩ মিলিয়ন কল এবং ৩৩৩ পেটাবাইটসেরও বেশি ডাটা লেনদেন হয়েছে।
ভারতে এয়ারটেল টুজি, থ্রিজি, ফোরজি, মোবাইল কমার্স এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস সহ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে। সমগ্র ভারতে এর রয়েছে ১.৫ মিলিয়ন আউটলেটস, ৫,১২১ শুমারীকৃত এবং ৪৬৪,০৪৫ শুমারীর বাইরের শহরে ও গ্রামে নেটওয়ার্ক উপস্থিতি যার আওতায় আছে সমগ্র ভারতের ৮৬.৮% জনসংখ্যা। ভারতে এয়ারটেল এর আছে ১০০ মিলিয়ন এর ও বেশি গ্রামাঞ্চলের গ্রাহক যা দেশটির সর্বোচ্চ ।
ইন্ডিয়ার সবচেয়ে বিস্তৃত থ্রিজি নেটওয়ার্ক সেবাপ্রদানকারী সংস্থা হল এয়ারটেল যারা তাদের গ্রাহকদের দিচ্ছে দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং মোবাইল টিভি, ভিডিও কল, লাইভ স্ট্রীমিং ভিডিও এবং গেমিংসহ বিভিন্ন ধরনের উদ্ভাবনী সেবা। ইন্ডিয়াতে এয়ারটেলই এক মাত্র অপারেটর যারা টিডি-এলটিই এবং এফডিডি-এলটিই প্রযুক্তি ব্যাবহার করে ৩০টির ও বেশি শহরে ৪জি সেবা, দ্রুতগতির তারবিহীন প্রযুক্তি যাতে আছে বাফারলেস এইচডি ভিডিও স্ট্রীমিং এবং মাল্টিটাস্কিং সক্ষমতা। ভবিষ্যতে তারা ৬ টি সার্কেলে ১৮০০ মেগাহার্টজ সক্ষমতার এফডিডি-এলটিইএ ব্যাবহার করে ইন্ডিয়ার প্রথম ৪জি আলট্রা সার্ভিস দেওয়ার পরিকল্পনা করছে।
আফ্রিকাতে ভারতীয় এয়ারটেল হচ্ছে সবচেয়ে বড় মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাদের আছে ৭৫ মিলিয়নেরও বেশি গ্রাহক। তারা আফ্রিকার ১৭টিরও বেশি দেশে টুজি, থ্রিজি এয়ারটেল মানি সেবা দিয়ে যাচ্ছে. এয়ারটেল মানি একটি দ্রুত বর্ধনশীল এম-কমার্স সেবা ডাটা অনুযায়ী যা মহাদেশটির উন্নয়নে ভূমিকা রাখছে।
এয়ারটেল বাংলাদেশ ৮.৩৫ মিলিয়ন গ্রাহক সমৃদ্ধ একটি দ্রুত বর্ধনশীল মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা টুজি ও থ্রিজি সেবা দিচ্ছে। এয়ারটেল ব্র্যান্ডটি দেশটির তরুণ সমাজের কাছে তাদের ভয়েস সেবা এবং দ্রুতগতির থ্রিজি সেবার কারনে খুবই জনপ্রিয়। এই র্ব্যান্ডটির আছে ৩.৬ মিলিয়ন তরুণ ফ্যানসমৃদ্ধ “এয়ারটেল বাজ” নামে একটি ফেসবুক পেইজ। সম্প্রতি জনপ্রিয় এই টেলিকম ব্র্যান্ডটি কাস্টমার এক্সপেরিয়েন্স ইনিসিয়েটিভ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট এর জন্য ধারাবাহিক ভাবে অনেক পুরস্কার জিতে নিয়েছে।
শ্রীলঙ্কায় ভারতী এয়ারটেল তাদের সর্বাধুনিক টুজি এবং থ্রিজি এইচএসপিএপ্লাস নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস, ডাটা এবং এন্টারপ্রাইজ সলিউশন সেবা প্রদান করে থাকে। এয়ারটেলের রয়েছে এর মোট নেটওয়ার্ক কাভারেজের ৭০% এরও বেশি এলাকায় থ্রিজির উপস্থিতি যা উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ থ্রিজি অনুপাত। বাজারের সর্বশেষ প্রবেশকারী হওয়া সত্ত্বেও কার্যক্রম চালুর প্রথম বছরেই এয়ারটেল ১ মিলিয়ন গ্রাহক সংগ্রহ করতে সক্ষম হয়। কোম্পানীটি ২০১৫ সালে গ্রেট প্লেসেস টু ওয়ার্ক এর পুরস্কার জিতে নেয়, একইসাথে শ্রীলঙ্কায় বেস্ট মাল্টিন্যাশনাল কর্পোরেশন হিসেবে স্বর্ণপদক জিতে নেয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন