সোমবার ● ২৯ জুন ২০১৫
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » অবশেষে ডটবাংলার দায়িত্ব পাচ্ছে বিটিসিএল
অবশেষে ডটবাংলার দায়িত্ব পাচ্ছে বিটিসিএল
অবশেষে ডটবাংলার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ফলে আন্তর্জাতিক ডোমেইন নেইমে বাংলার বরাদ্দ আর ঝুলে থাকছে না।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত ডমস্টিক নেটওয়ার্কিং কো-অর্ডিনেশন কমিটির (ডিএনসিসি) এক সভায় ডটবাংলার বিষয়টি তোলেন কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী।
সকাল ১০টায় শুরু হওয়া এ সভার সভাপতিত্ব করেন মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। সভায় আলোচনা শেষে ডটবাংলার দায়িত্ব বিটিসিএলকে দেয়ার বিষয়ে সবাই সম্মত হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর বরাতে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার জানান, ডটবাংলার ডোমেইন ম্যানেজার হিসেবে বিটিসিএলকে দায়িত্ব দেয়া হয়েছে।
ডিএনসিসির আরো সদস্যদের মধ্যে রয়েছেন- তথ্যপ্রযুক্তি সচিব, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব ও শীর্ষ কর্মকর্তারা।
তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, বিষয়টি আলোচনায় নিয়ে এসে চাপ তৈরি করার জন্য তরুণ সাংবাদিকদের ধন্যবাদ। এখন আমরা আশা করবো খুব শীঘ্রই প্রয়োজনীয় কাজগুলো সেরে ডটবাংলা বাস্তবায়িত হবে।