সোমবার ● ২৯ জুন ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » ভেঙে পড়লো নাসার রকেট !
ভেঙে পড়লো নাসার রকেট !
ওড়ার মাত্র দু’মিনিটের মধ্যেই ভেঙে পড়লো মনুষ্যহীন স্পেস এক্সপ্লোরেশন রকেট। রোববার ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল এয়ার ফোর্স স্টেশন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিয়েছিল রকেটটি। কিন্তু ওড়ার মাত্র দু’মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে ২০৮ ফুটের রকেটটিতে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রকেটটি ২০১০ সালে তৈরি করেছিল যে সংস্থা, তার নাম এখনো জানা যায়নি। রকেটটি মূলত স্পেস স্টেশনে মাল বহনের জন্য ব্যবহার করা হত।
কেন রকেটটিতে বিস্ফোরণ ঘটল তা এখনো জানা যায়নি। রকেটে প্রায় চার মাসের জন্য খাদ্য ও জ্বালানি মজুত ছিল।