মঙ্গলবার ● ২৩ জুন ২০১৫
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » চালু হলো ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক
চালু হলো ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক
রাজধানী ঢাকা থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যন্ত সরকারি অফিসসমূহ একই নেটওয়ার্কের আওতাভূক্ত হয়েছে। এজন্য ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অফ বাংলাদেশ গর্ভনমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে ৫৮ টি মন্ত্রণালয়, ২২৭ টি অধিদপ্তর, ৬৪টি জেলা এবং ৬৪ টি উপজেলা ইনফ্রা নেটওয়ার্কের আওতায় এলো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিবার্হী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলা গভ ডটনেট প্রকল্পের পরিচালক মাহবুবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত ইয়ুন ইয়াং লি এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এসএকে সি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সু ইয়াং লি।
ইসমত আরা সাদেক বলেন, ‘ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অফ বাংলাদেশ গর্ভনমেন্ট এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এখন থেকে স্থানীয় প্রশাসন তাদের দাপ্তরিক কার্যক্রম আর দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন। ফলে দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। দেশে ই-গর্ভনেন্স বাস্তবায়নের জন্য এই নেটওয়ার্ক সহায়ক ভূমিকা পালন করবে।’
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০১৫ সালের মধ্যে দেশের ৪৮৭ টি উপজেলা ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু হয়েছে। ২০১৭ সালের মধ্যে দেশের সকল ইউনিয়নকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে।
পলক আরও বলেন, ‘ সরকারী কর্মকর্তাদের কাজের সুবিধার জন্য ১২ হাজার আইপিফোন সরবরাহ করা হয়েছে। এসব ফোন থেকে বিনামূল্যে কল করা যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অফ বাংলাদেশ গর্ভনমেন্ট নেটওয়ার্কের জন্য ঢাকায় ৪৩ কিলোমিটার ফাইবার অপটিক লাইন স্থাপন করা হয়েছে। নেটওয়ার্ক তদারকি করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে নেটওয়ার্ক অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এই নেটওয়ার্কের সহায়তায় দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোন ব্যবহার করা যাবে।
বাংলা গভ নেট প্রকল্পটি আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়ন করেছে। কোরিয়ান সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল এসকে সি অ্যান্ড সি কোম্পানি লিমিটেড।