শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ শুরু হচ্ছে বেসিস এবং জিপিআইটি -র ৫ দিনের প্রশিক্ষন র্কমসূচী
আজ শুরু হচ্ছে বেসিস এবং জিপিআইটি -র ৫ দিনের প্রশিক্ষন র্কমসূচী
আইসিটি প্রতিষ্ঠানের পন্য সেবার মান উন্নয়ন ও সেবা ব্যবস্থাপনায় দক্ষতাসহ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এস্যোসিয়েশন অফ সফ্টওয়্যার ইনফরমেশন র্সাভিস (বেসিস) এবং জিপিআইটি -র যৌথ উদ্যোগে আজ হতে শধুমাত্র বেসিস সদস্যদের জন্য শুরু হচ্ছে ৫ দিনের এক প্রশিক্ষন র্কমসূচী। বেসিস কার্যালয়ের অফিসে আজ ১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় শুরু হবে এটি চলবে বিকাল ৫টা পর্যন-। ৫ দিনের এই র্কমসূচী চলবে এপ্রিলের ৭তারিখ পর্যন-। ৫ দিনের এই প্রশিক্ষন র্কমসূচীর বিষয়গুলো নিম্নরূপ:
১. আইএসও ২০০০০- ফেব্রুয়ারী ১৮,২০১২।
২. মানব সম্পদ এবং প্রতিষ্ঠান (মানব সম্পদ,স্বাস্থ্য নিরাপত্তা,নেতৃত্ব উন্নয়ন ইত্যাদি)- মার্চ ১০,২০১২
৩. ব্যাবসায়িক চুক্তিভিক্তিক কর্মসম্পাদন এবং মেধাসোদ্ধ অধিকার - মার্চ ২৪,২০১২
৪. অর্থব্যবস্থা এবং রিপোটিং -মার্চ ৩১,২০১২
৫. প্রকল্প ব্যবস্থাপনা এবং পেমেন্টে সিএমএমআই-এপ্রিল ৭,২০১২
প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের স্ব স্ব কর্মদক্ষতা বৃদ্ধি সহ কর্মক্ষেত্র ব্যবস্থাপনায় এই প্রশিক্ষন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা বিশ্বাস করেন। সেইসাথে দেশীয় বাজার পন্যের সেবার গুনগত মানের উন্নয়ন সহ আনর্-জাতিক বাজারে পন্য সেবার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান কে আরো জোরদার করবে বলে মন-ব্য করেন আয়োজকগন।