রবিবার ● ২১ জুন ২০১৫
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ২০ গুণ বেশি গতি নিয়ে আসছে ৫জি
২০ গুণ বেশি গতি নিয়ে আসছে ৫জি
পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি বৈশিষ্ট্য কী হবে, তা ঠিক করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে হয়ে গেল ৯ দিনব্যাপী এক সম্মেলন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন ১২ সদস্যের একটি দল যারা।
এ সম্মেলন থেকে ৫জি নেটওয়ার্কের জন্য ডেটা স্পীড নির্ধারণ করা হয় সর্বোচ্চ ২০ গিগাবাইট পার সেকেন্ড। ৪জি নেটওয়ার্কে এই গতি ১ গিগাবিট পার সেকেন্ড। আর এর ফলে ৫জি নেটওয়ার্কের অধীনে থাকা একজন গ্রাহক ১০০ থেকে ১০০০ মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডেটা স্পীড পাবেন যা ৪জি নেটওয়ার্কের তুলনায় ১০ থেকে ১০০ গুণ বেশি।
আর এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ৪কে ভিডিও কিংবা হলোলেন্স প্রযুক্তির আরও প্রসার হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভবিষ্যতের ইন্টারনেট অফ থিংস (আইওটি) ধারণাকে সামনে রেখে ৫জি নেটওয়ার্কের জন্য একটি বৈশিষ্ট্য বাধ্যতামূলক করা হচ্ছে। আর তা হল ১ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১০ লাখ আইওটি ডিভাইসের মধ্যে ১০০ মেগাবিট পার সেকেন্ডে ডেটা ট্রান্সমিশনের সক্ষমতা থাকতে হবে ৫জি নেটওয়ার্কের।
আনুষ্ঠানিক নামকরণের ক্ষেত্রে ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রে IMT-2020 ব্যবহার করা হবে। থ্রিজি নেটওয়ার্কের জন্য এই নাম ছিল IMT-2000 এবং ৪জি নেটওয়ার্কে IMT-Advanced।
তবে ১৯৩টি সদস্য দেশের অনুমোদন সাপেক্ষে এই সবকিছুর অনুমোদন দেওয়া হবে আগামী অক্টোবরে।