রবিবার ● ২১ জুন ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার মশা মারতে ‘ড্রোন’
এবার মশা মারতে ‘ড্রোন’
মশা মারতে কামান দাগা কথাটি নতুন নয়। তবে এই আধুনিক যুগে এসে এখন আর কামান নয়, মশা মারতে এখন ব্যবহার হবে ড্রোন। প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফটের ডেভেলপাররা মশা মারতে একটি সয়ংক্রিয় ড্রোন আবিষ্কারে গবেষণা করছেন।
বায়ুমণ্ডলে রোগবাহী ভাইরাস নিয়ে যেসব মশা উড়ে বেড়ায় সেসব মশা সয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে মাইক্রোসফটের এই ড্রোন।
মাইক্রোসফট মশা মারার এই প্রজেক্টের নাম দিয়েছে ‘প্রজেক্ট প্রেমনিশন’। মানুষের মাঝে রোগ ছড়ানো মশা নিধনেই এই পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে ডেঙ্গু জাতীয় রোগ যাতে মহামারি আকার ধারণ না করে তাই এই প্রচেষ্টা।
সয়ংক্রিয় ওই ড্রোনে একটি মশা মারার ‘ট্র্যাপ’ থাকবে। ট্র্যাপটি চলবে লাইট ওয়েট ব্যাটারির সাহায্যে। ভাইরাসবাহী মশা মারার পর মশাগুলো যেনো আবার বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে সেজন্য আবার বাতাসে রাসায়নিক পদার্থ ছড়িয়ে মশাদের মৃতদেহগুলো পরিশুদ্ধ করবে ড্রোনটি।