রবিবার ● ২১ জুন ২০১৫
প্রথম পাতা » নতুন পণ্য » বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন আনলো মাইক্রোম্যাক্স
বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন আনলো মাইক্রোম্যাক্স
এর ওজন মাত্র ৯৭ গ্রাম। ৫.১ মিলিমিটারের পাতলা দেহ এর। একেই পৃথিবীর সবচেয়ে পাতলা স্মার্টফোন বলা হচ্ছে। মাইক্রোম্যাক্সের ক্যানভাস সিলভার ৫ নিঃসন্দেহে স্মার্টফোন দুনিয়ার সবচেয়ে স্লিম ফোন হিসেবে বিশেষজ্ঞের নজর কেড়েছে।
ভারতের শীর্ষস্থানীয় এই মোবাইল ফোন নির্মাতা আজই তাদের ফ্ল্যাগশিপ ফোনটির পরিচয় তুল ধরেছে। পৃথিবীর সবচেয়ে পাতলাই নয়, সবচেয়ে হালকা ফোন বলেও দাবি করেছে মাইক্রোম্যাক্স।
যন্ত্রটি এলটিই সাপোর্ট করে। এতে আছে সনির এক্সমস সিএমওএস চিপ ক্যামেরা। এতে আছে ব্লু ফিল্টার। পর্দাটি অ্যামোলেড। সোনালি এবং কালো রংয়ে বাজারে আসবে এটি। ডিডিআর৩ র্যাম একে দারুণ গতি দিচ্ছে। বহু সময় ব্যবহারের জন্যে ২০০০ এমএএইচ শক্তির ব্যাটারি আছে। এতে আরো আছে ডির্যাকএইচডি অডিও স্যুইট। এর মাধ্যমে দারুণ গান শুনতে পারবেন ব্যবহারকারীরা।
এক বিশ্লেষক প্রতিষ্ঠান জানায়, ভারতে স্যামসাংয়ের পরই মাইক্রোম্যাক্স বাজার ধরে রেখেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস