রবিবার ● ২১ জুন ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » স্যামসাংয়ের ৬০ কোটি স্মার্টফোন হ্যাকারদের দখলে
স্যামসাংয়ের ৬০ কোটি স্মার্টফোন হ্যাকারদের দখলে
এক নয়া খবরে ঘাবড়ে গিয়েছেন স্যামসং ব্যবহারকারীরা। সূত্রের খবর, স্যামসাংয়ের ৬০ কোটি স্মার্টফোনকে টার্গেট করেছে হ্যাকাররা। ৬০ কোটি! সংখ্যাটাই ভয় ধরিয়ে দেওয়ার মতো। খবরটি পড়ে, স্যামসাং ব্যবহারকারীদের কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। স্মার্টফোন মানে আমাদের কাছে চলতা ফিরতা কম্পিউটার। তাতে আমরা যেমন ব্যক্তিগত ছবি, ভিডিও জমা করে রাখি একই সঙ্গে থাকে আমাদের ব্যাংক সংক্রান্ত নানান তথ্য। এবার হ্যাকারদের হাতে চলে যেতে চলেছে সেই সব তথ্য। স্যামসং ব্যবহারকারী ৬০ হাজার স্মার্ট ফোন হ্যাক করে সেই তথ্য পেতে চলেছে তারা। এতো স্মার্ট ফোন থাকতে হঠাৎ কেন নিশানায় স্যামসং? কারণ খুঁজে বের করেছে সিকিউরিটি কোম্পানি NowSecure। স্যামসাংয়ের SwiftKey টাইপিংকেই মূলত দায়ি করছে তারা। বলেছে, স্যামসাংয়ে ব্যবহৃত এ ধরনের টাইপিং আসলে অত্যন্ত অসুরক্ষিত। SwiftKey টাইপিং সমস্ত আপডেট ইন্সটল করে নেয় প্লেন টেক্সটে। আর তাতেই যত বিপত্তি। হ্যাকাররা SwiftKey-এর এই টেকনিককে কাজে লাগিয়ে হ্যাকিংয়ের কাজ সেরে ফেলছে। তাই আপনার ফোনটি হ্যাক হওয়ার আগে সাবধান।
সুত্রঃকলকাতা২৪