বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমে উঠেছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২’
জমে উঠেছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২’
বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার আয়োজনে গতকাল ১৩ ফেব্রুয়ারি বরিশালে কাবে শুরু হওয়া ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১২’ প্রথম থেকেই জমে উঠেছে দর্শনার্থীদের পদচারণায়। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা প্রদর্শনীর দ্বিতীয় দিনের সকাল থেকেই আসতে শুরু করে প্রর্দশনীতে। আগত দর্শনার্থীরা ল্যাপটপ এবং সমজাতীয় পণ্য ছাড়াও নিত্য ব্যবহার্য অন্যান্য প্রযুক্তি পণ্যের প্রতিও তাদের আগ্রহ দেখাচ্ছে। মেলায় প্রদর্শক প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির সর্বশেষ সংস্করণগুলো ছাড়াও নিত্যব্যবহার্য প্রযুক্তি পণ্যগুলোও প্রর্দশন করছে। বিশেষ করে শিক্ষার্থীরা ল্যাপটপের প্রতি তাদের আগ্রহ বেশি দেখাচ্ছে এবং পছন্দসই পণ্যটি কিনে নিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রদর্শক প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি পণ্যের উপর বিশেষ উপহার, নগদ ছাড়সহ নানাবিধ উপহার দিয়ে দর্শক আকৃষ্ট করছে। প্রর্দশনীর গেমিং জোনে ছিল শিশুদের ভীড়, এছাড়াও ইন্টারনেট জোনেও ছিল লক্ষ্যণীয় দর্শক সমাগম। প্রদর্শনীতে কুইজ ছাড়াও সন্ধ্যায় বিজনেসল্যান্ডের সৌজন্যে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।