রবিবার ● ১৪ জুন ২০১৫
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » আইসিটি এক্সপো ২০১৫ তে আউটসোর্সিং নিয়ে আলোচোনা সভা
আইসিটি এক্সপো ২০১৫ তে আউটসোর্সিং নিয়ে আলোচোনা সভা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আগামী ১৫ জুন ২০১৫ সোমবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’।
ফ্রিল্যান্স আউটসোর্সিংকে আরও জনপ্রিয় এবং ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে আগ্রহীদের যথাযথ দিকনির্দেশনা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে আইসিটি এক্সপো ২০১৫ এর তৃতীয় দিনে ১৭ জুন,বুধবার থাকছে আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থা,সম্ভাবনা বিষয়ক আলোচোনা সভা ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৫ টা থেকে রাত ৮ঃ৩০ পর্যন্ত চলবে এই আলোচোনা সভা । আলোচোনা সভায় বিভিন্ন সেক্টরে সফল ফ্রিল্যান্স আউটসোর্সাররা তাদের অভিজ্ঞতা বিনিময় এবং যথাযথ দিকনির্দেশনা প্রদান করবেন। এতে এক হাজার দর্শক এবং ৫০০ কোম্পানি উপস্থিত থাকবেন ।
বাংলাদেশি মার্কেটপ্লেস বিল্যান্সার নিয়ে কাজ করা শফিউল আলম জানান, এটি বিশাল একটি উদ্যোগ । আশা করছি আলোচোনা সভায় সকলে বাংলাদেশের অবস্থা ও সম্ভাবনার পুরোপুরি ধারনা পাবেন ।
আলোচোনা সভায় বক্তারা হলেনঃ
অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক, বিসিসির নির্বাহী পরিচালক এসএম অাশরাফুল ইসলাম, এফবিসিসিঅাই সভাপতি অাবদুল মাতলুব অাহমাদ, উইটসার পরিচালক মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) এএইচএম মাহফুজুল অারিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম অাহসান, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী অাশরাফ অাবীর, বিল্যান্সার ডট কমের প্রধান নির্বাহী মো. শফিউল অালমসহ অারও অনেকে।
অনশগ্রহন করতে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্ক এ
http://ictexpo.com.bd/registration/?action=evregister&event_id=3
তানিম