বুধবার ● ১০ জুন ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ছাড় নিয়ে ব্যাগপ্যাকার্সের সামাজিক প্রশ্ন
ছাড় নিয়ে ব্যাগপ্যাকার্সের সামাজিক প্রশ্ন
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষ্যে ছাড় নিয়ে বিশেষ আয়োজন করেছে ব্যাগপ্যাকার্স। এর আংশ হিসেবে “রমজান মাসে ‘আত্মসংযম’ এর উপর ১% পর্যন্ত ছাড় দেওয়াও সম্ভব নয়…!! কিন্তু…” প্রশ্নের আলোকে অনলাইন ও অফলাইন প্রচারণা শুরু করেছে অনলাইনে ব্যাগ কেনাকাটার ওয়েবসাইট ব্যাগপ্যাকার্স বিডিডটকম (www.bagpackersbd.com) ।
এ উপলক্ষ্যে নতুন নতুন কালেকশনে সাজানো হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা। লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ এ জাতীয় পণ্য নিয়ে শুরু হয়েছে ব্যাগ প্যাকার্সের এ আয়োজন। এই ধরনের প্রচারণায় সাধারনত দুইটি অংশ থাকে, যার প্রথমটি প্রকাশ পেয়েছে এবং পরেরটি সম্পর্কে জানতে হলে অপেক্ষা করতে হবে। এ আয়োজন সম্পর্কে ব্যাগ প্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু বলেন, সবার জন্য পবিত্র ও আত্মসংযমের রমজান মাস আগতপ্রায়। এ উপলক্ষ্যে সচেতনতা বাড়াতে আমাদের এ আয়োজন। একই সঙ্গে সাধারন ক্রেতাদের জন্য, অন্য ব্যবসায়ীদেরকে রমজানে দাম বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার নিবেদন জানান তিনি। রমজান ও ঈদ আয়োজন সম্পর্কে বিস্তারিত: ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।
তানিম