![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বৃহস্পতিবার ● ২৮ মে ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » কারমুডি বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার
কারমুডি বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার
বাংলাদেশে অনলাইনে গাড়ী কেনাবেচার শীর্ষ মার্কেটপ্লেস কারমুডি, তাদের নতুন কান্ট্রি ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছেন পর্তুগাল থেকে আগত, জোয়াও পেডরো প্রিন্সিপেকে।
এই নতুন দায়িত্ব প্রাপ্তির আগে জোয়াও পেডরোরকেট ইন্টারনেটেই গ্লোবাল ভেঞ্চার ডেভেলপার পদে কারমুডি বাংলাদেশে নিয়োজিত ছিলেন। তাঁর আগেতিনি পর্তুগালে একজন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং বি-পার্টস, যারকটা এবং আরও অনেক নাম করা স্টার্ট-আপ কোম্পানির সাথে কাজ করেছেন।
ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ তহবিল ও নেটওয়ার্কিং এর জ্ঞান ও দক্ষতা নিয়ে পেডরোর নতুন কান্ট্রি ম্যানেজার পদে যোগদান, কারমুডিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
তানিম