বৃহস্পতিবার ● ২৮ মে ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সবুর খানের সভাপতিত্বে উইটসা’র গ্লোবাল ট্রেড কমিটির সভা অনুষ্ঠিত
সবুর খানের সভাপতিত্বে উইটসা’র গ্লোবাল ট্রেড কমিটির সভা অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিসেস এলায়েন্সের (উইটসা) পরিচালক ও ‘গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ সবুর খান গত ২৩ মে ২০১৫ তারিখে আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিত উইটসা’র ‘গ্লোবাল ট্রেড কমিটির সভায় সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ‘উইটসা’ বিজনেস টু বিজনেস (B2B) সাইট উন্নয়নে নীতিগতভাবে সম্মত হয় এবং বোর্ড সদস্যগণ বাংলাদেশ কম্পিউটার সমিতিকে (বিসিএস) লীড স্পনসর হিসেবে অনুমোদন দেয়। এ উদ্যোগের ফলে বিসিএস এবং বাংলাদেশের আইটি ইন্ডাষ্ট্রির জন্য নতুন নতুন সম্ভানার দ্বার উন্মোচিত হবে।
বোর্ড সভায় আরো সিদ্ধান্ত হয় যে, এখন থেকে বিশ্বের ৮০ টি দেশের সমন্বয়ে গঠিত ‘উইটসা’র প্রতিটি সদস্যের অফিস অন্য সদস্য রাষ্ট্রসমূহ বা সংস্থার অনুমোদিত যে কেউ ব্যবহার করতে পারবে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘উইটসা’ তথ্যপ্রযুক্তি শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের ৮০টি দেশের জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠন ‘উইটসা’র সদস্য। বিশ্বের প্রায় ৯০% আইটির বাজার ‘উইটসা’র সদস্যদের নিয়ন্ত্রণে।
ক্যাপশনঃ উইটসা’র পরিচালক ও ‘গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ সবুর খান গত ২৩ মে ২০১৫ তারিখে আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিত উইটসা’র ‘গ্লোবাল ট্রেড কমিটির সভায় সভাপতির দায়িত্ব পালন করছেন।
তানিম