রবিবার ● ১৭ মে ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রেডিও নেক্সট ৯৩.২ এর বাণিজ্যিক সম্প্রচার এর শুভ উদ্বোধন
রেডিও নেক্সট ৯৩.২ এর বাণিজ্যিক সম্প্রচার এর শুভ উদ্বোধন
৬ই মে ২০১৫ইং বুধবার নিটল-নিলয় গ্রুপ এর মালিকানাধীন মিডিয়া উইং রেডিও নেক্সট ৯৩.২ এর বাণিজ্যিক সম্প্রচার এর শুভ উদ্বোধন হয়। এ উপলক্ষ্যে গুলশান-১ এর স্পেকট্রা কনভেনশন সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেডিও নেক্সট এর বাণিজ্যিক সম্প্রচার এর উদ্বোধন করেন মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপ এর মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ, মাননীয় ভাইস চেয়ারপার্সন সেলিমা আহমাদ, মাননীয় এমডি জনাব আব্দুল মুসাব্বির আহমাদ। এছাড়াও অতিথি হিসাবে বিভিন্ন কর্পোরেট, টিভি চ্যানেল, রেডিও স্টেশন, মিডিয়া এজেন্সি ও প্রতিষ্ঠানের গণ্যমান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রথমেই নিটল-নিলয় গ্রুপ এর চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ স্বাগত বক্তব্য রাখেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন রেডিও নেক্সট শীঘ্রই বাংলাদেশের ১ নম্বর এফ.এম চ্যানেল হিসাবে শ্রোতাদের নিকট স্থান করে নিবে। এরপর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মুসাব্বির আহমাদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি উপস্থিত বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মিডিয়া এজেন্সি, টিভি চ্যানেল, রেডিও স্টেশন এর কর্মকর্তাগণকে রেডিও নেক্সট এর বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রেডিও শ্রোতাদের আশ্বস্ত করেন যে, রেডিও নেক্সট-এ বিজ্ঞাপন প্রচার থাকবে সীমিত আকারে যাতে করে বিনোদনের আবহ অটুট থাকে সবসময়। এছাড়া তিনি ভবিষ্যতে শুধুমাত্র নারী শ্রোতাদের জন্য এবং কৃষকদের জন্য আলাদা করে এফএম রেডিও করার ইচ্ছা পোষণ করেন। নিটল-নিলয় গ্রুপ এর ভাইস চেয়ারপার্সন সেলিমা আহমাদ রেডিও নেক্সট এর উত্তরোত্তর উন্নতি কামনা করে সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন রেডিও নেক্সট নতুন নতুন অনুষ্ঠান এর মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে নিখুঁত ভালোবাসায় স্থান করে নেবে।
মাননীয় তথ্য মন্ত্রী প্রথমে রেডিও নেক্সট এর বাণিজ্যিক সম্প্রচারের শুভক্ষণে গণমাধ্যম ও সম্প্রচার জগতে রেডিও নেক্সট ৯৩.২ এফএমকে স্বাগত জানান। তিনি নিটল-নিলয় গ্রুপ এর এমডি জনাব আব্দুল মুসাব্বির আহমাদ নিটল কে গ্রুপ এর অন্যান্য ব্যবসায়ের সাথে সম্প্রচার জগতে সাহসিকতা নিয়ে প্রবেশ করায় সাধুবাদ জানান। শুদ্ধ বাংলা চর্চায় রেডিও নেক্সট ৯৩.২ এফএমকে তিনি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। এরপর জনাব হাসানুল হক ইনু “ON AIR” বাটন চেপে রেডিও নেক্সট এর শুভ সূচনা করেন।
প্রধান নির্বাহী জনাব অরুপ কুমার চাকী জানান, “৯৩.২ এফ.এম. টিউন করে বৃহত্তর ঢাকা বিভাগে ও সংলগ্ন জেলায় এর অনুষ্ঠান শুনা যাবে। ক্রমান্বয়ে দেশের অন্যান্য জেলায় এর সম্প্রচার পরিধি বাড়ানো হবে”। সবশেষে জনপ্রিয় ব্যান্ডদল “জলের গান” এর পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রেডিও নেক্সট এর শ্লোগান “More Music More Fun”. রেডিও নেক্সট সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন www.radionext.fm অথবা www.facebook.com/radionext93.2
এ সম্পর্কে আরও সংবাদ