শনিবার ● ১৬ মে ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ১০০ কোটি মানুষের দোরগোড়ায় ফ্রি ইন্টারনেট
১০০ কোটি মানুষের দোরগোড়ায় ফ্রি ইন্টারনেট
বিশ্বের ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষকে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট ডট অর্গ নামক একটি প্রকল্প চালু করেছিল ফেসবুক। দুই বছর না পেরোতেই এই প্রকল্পের আওতায় বর্তমানে ১০০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।আফ্রিকার দেষ মালাউইতে ইন্টারনেট ডট অর্গ চালুর মাধ্যমে এই বিশাল মাইলফলক অর্জিত হয়েছে বলে জানিয়েছেন জাকারবার্গ। এর আগে গত সপ্তাহে দশম দেশ হিসেবে বাংলাদেশে চালু করা হয় ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার সুবিধা।
২০১৩ সালের আগস্টে ইন্টারনেট ডট অর্গ যাত্রা শুরু করে। ফেসবুকের এই প্রকল্পে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, মাইক্রোসফট, অপেরা, রিলায়েন্স এবং কোয়ালকম। ইন্টারনেট সুবিধা বঞ্চিত ৫০০ কোটি মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানিয়েছিলেন জাকারবার্গ।