রবিবার ● ৮ মার্চ ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাবির সাথে কাজ করবে ক্রিয়েটিভ আইটি
ঢাবির সাথে কাজ করবে ক্রিয়েটিভ আইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সাথে একযোগে কাজ করতে যাচ্ছে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেড। এ উপলক্ষ্যে রোববার (৮ মার্চ ২০১৫) চারুকলায় দুটি প্রতিষ্ঠানের মধ্যে এক স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের শেষ বর্ষের সকল শিক্ষার্থীরা বিনামূল্যে ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নশীপের সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকর সামনে চুক্তি ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গ্রাফিক ডিজাইন বিভাগ ও ক্রিয়েটিভ আইটির মধ্যে চুক্তিতে শিক্ষার্থীরা পেশাগত জগত স¤পর্কে ধারণা লাভ করবে এবং এতে এই বিভাগে শিক্ষার মান আরো উন্নত হবে। গ্রাফিক ডিজাইনের সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বে গ্রাফিক ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা কোন প্রতিষ্ঠানই গ্রাফিক ডিজাইন ছাড়া চলতে পারে না। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আনায়নে এই বিভাগের ছাত্ররা ভূমিকার রাখতে পরে বলেও মনে করেন তিনি। মাকসুদুর রহমান বলেন, ছাত্ররা যেন আধুনিক প্রযুক্তির বিশেষায়িত জ্ঞান অর্জন করে নিজেকে সময় উপযোগী উচ্চতর শিক্ষায় নিজেদের যুক্ত করতে পারে এবং আন্তর্জাতিক মানের কাজ করতে পারে সে জন্যই আমরা ক্রিয়েটিভ আইটর সাথে একাÍ হয়েছি। অনুষ্ঠানে মনির হাসান জানন তার প্রতিষ্টান শিক্ষার্থীদের ইন্টার্নশীপই দিবে না বরং আন্তর্জাতিক মার্কেটপ্লেসে চাকরি পাওয়ার ক্ষেত্রেও সবধরণের সহযোগিতা করবে। অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন, গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, অধ্যাপক এফ এম কায়সার, বিডি জবস ডট কমের সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েটিভ আইটি লিঃ এর বিজনেস হেড তানভীর তমালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।