মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিআইজেএফ সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত
বিআইজেএফ সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারী বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) সদস্যদের গাজীপুর ‘বনবিলাস’ পিকনিক স্পটে দিনব্যাপী ‘গেট টুগেদার ২০১২’ অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানেও বিআইজেএফ সদস্যদের পরিবারের সদস্য এবং অন্যান্য আইসিটি সাংবাদিকরা অংশগ্রহন করে।
দিনব্যাপী আয়োজিত আনন্দঘন এ অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে বিভিন্ন আকর্ষনীয় গেমস, র্যাফেল ড্র ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠাগুলো হচ্ছে- কম্পিউটার সোর্স লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, বিটস সল্যুশনস লিমিটেড, ওরাটর পিআর, টেকনোবিডি, কিংস্টার ফাস্ট ট্র্যাক করপোরেশন, জিপিআইটি, নকিয়া বাংলাদেশ, ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, এক্সিকিউটিভ টেকনোলজিস লিঃ, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বাংলাদেশ লিঃ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, কিউবি বাংলাদেশ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিঃ, এখনই.কম, বাংলাভিশন, দিগন্ত টিভি, প্যান প্যাসেফিক সোনারগাঁও ঢাকা, জেএএন এসোসিয়েটস লিঃ, স্টার সিনেফ্লেক্স এবং বাংলানিউজ।গেট টুগেদারের প্রথম আয়োজন ছিলো প্রীতি ক্রিকেট ম্যাচ। দল দুটির নাম ছিলো অনলাইন সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক ও গুগল+ এর নামে।