মঙ্গলবার ● ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » নতুন পণ্য » বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব সনির এক্সপেরিয়া জেড৪
বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব সনির এক্সপেরিয়া জেড৪
বার্সেলোনায় চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। এখানে বিশ্বের সেরা ট্যাবলেট আনার কথা ঘোষণা করেছিল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব এক্সপেরিয়া জেড৪ এনেছে সনি।
তবে এখন পর্যন্ত একে তুলে ধরেনি সনি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস চলাকালীন অবস্থাতেই তা আসবে। এর আগে এই ট্যাবের কিছু তথ্য প্রকাশ পায়। বলা হয়, এটি হবে সনির সুপার ট্যাব। এক্সপেরিয়া ডেজ৪ ট্যাবের পর্দা ১০.১ ইঞ্চি যাতে রয়েছে ২৫৬০x১৬০০ পিক্সেল। সবচেয়ে শক্তিশালী ব্যাটারি রয়েছে এতে। এর ৬৪-বিট অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর দারুণ দ্রুত। অভ্যন্তরীন স্টোরেজ থাকছে ৩২ জিবি।
দিনের ১৭ ঘণ্টা সক্রিয় থাকবে জেড৪ এর ব্যাটারি। ব্যাটারির শক্তিমাত্রা ৬,০০০ এমএএইচ। এমনকি ব্যাটারি প্রায় শেষ হয়ে যাওয়া অবস্থাতেও ট্যাবটি পুরোপুরি কাজ করবে। এটি মাত্র ৬.১ মিলিমিটার পাতলা। ওজন মাত্র ৩৯৩ গ্রাম।
বিশেষ করে গেমারদের জন্যে এতে প্লে স্টেশন৪ কনসোল জুড়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এতে। বাড়িতে যেখানেই থাকুন, একটি ডুয়ালশক ৪ কন্ট্রোলার এতে যোগ করা যাবে।
এটি বাইরের ধুলাবালি ও পানিতে সুরক্ষিত থাকবে। কারণ আইপি৬৮ সার্টিফিকেট রয়েছে এর। এমনকি পানিতে পড়ে গেলে বা বালির নিচে চাপা পড়লেও এর কিছুই হবে না। তবে কংক্রিটে পড়লে কি হবে তা বলা যায় না। তবে নষ্ট হয়ে যাবে না। সূত্র : ফক্স নিউজ