বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বইমেলায় মোড়ক উন্মোচিত হল অপূর্ব জুনাইদের “আওয়ার লাইফ”
বইমেলায় মোড়ক উন্মোচিত হল অপূর্ব জুনাইদের “আওয়ার লাইফ”
তানিম,কন্টেন্ট কাউন্সিলরঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সন্তান অপূর্ব জুনাইদ কর্তৃক লিখিত, শিশুতোষ গ্রন্থ মাই লাইফের মোড়ক উন্মোচিত হল আজ । সন্তানের প্রথম বইটির মোড়ক উন্মোচন করলেন প্রতিমন্ত্রী নিজে।
মাত্র ১০ বছরের অপূর্ব আওয়ার লাইফের একটি কবিতায় নিজের বাবা সম্পর্কে লিখেছে মজার কবিতা। ‘আমার বাবা’ শিরোণামের কবিতায় সে লিখেছে-‘‘আমার বাবা একজন মন্ত্রী, তিনি আওয়ামী লীগের তন্ত্রী। তিনি পছন্দ করেন পাখি,আমি তার কথা লিখি।”
শুধু কাগুজে বই নয় মোড়ক উম্মোচনের কয়েকদিন পরই আসছে এর ই-ভার্সনও। বইটি প্রকাশ করেছে ম্যাগনাম অপুস প্রকাশন।
আওয়ার লাইফে অপূর্বর ছয়টি ইংরেজি এবং তিনটি বাংলা কবিতা স্থান পেয়েছে।
অমর একুশে বইমেলা প্রাঙ্গনে বিকেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মেলায় ম্যাগনাম অপুস-এর ২৩৫-২৩৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে ।