শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইনে চালু হচ্ছে খাবারের ফরমায়েশ
অনলাইনে চালু হচ্ছে খাবারের ফরমায়েশ
শিঘ্রই দেশের সব বিভাগীয় শহরে অনলাইনের মাধ্যমে খাবার ফরমায়েশ দেওয়ার সেবা চালু করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ফুড মার্ট’।ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন জানান, আগামী মার্চ মাসে পুরো ঢাকা শহরে আমাদের সেবা চালু করা হবে। ভবিষ্যতে দেশের সব বিভাগীয় শহর গুলোতে আমাদের সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।চলতি মাস থেকেই আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হবে।
সম্প্রতি ঢাকার বনশ্রীতে যাত্রা শুরু করেছে করেছে এই’ প্রতিষ্ঠান । এখন অনলাইনের মাধ্যমে বনশ্রী থেকে যে কেউ তাদের পছন্দের খাবার ফুড মার্ট থেকে পরিবহন খরচ ছাড়াই ফরমায়েশ দিতে পারবে। জিনাইয়া বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হচ্ছে ফুড মার্ট। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত বছরের নভেম্বর মাসে।
এ সেবায় ফুড মার্টের সঙ্গে রয়েছে রাজধানীর বনানী, গুলশান-১ ও ২, বারিধারা, মহাখালী, বসুন্ধরা এবং নিকেতন এলাকার ১২০ রেস্টুরেন্ট। এখন বনশ্রী থেকেও ওয়েবসাইট মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। বনশ্রীতে সরমা হাউজ, চিকেন ওয়ার্ল্ড ও শেয়ারফুডসহ অন্যান্য রেষ্টুরেন্ট থেকে ফরমায়েশ করা যাবে।
ফুড মার্ট থেকে অনলাইনে (www.foodmart.com.bd) এই ঠিকানায় খাবার ফরমায়েশ করা যাবে।