বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » প্রিমিয়াম আদায় ও হিসাবায়নের জন্য উদ্বোধন হলো “আইডিআইপিএ”নামের সফটওয়্যার
প্রিমিয়াম আদায় ও হিসাবায়নের জন্য উদ্বোধন হলো “আইডিআইপিএ”নামের সফটওয়্যার
বাংলাদেশ ব্যাংকের চলতি আধুনিকিকরণ কার্যের অংশ হিসেবে আমানত বিমা ট্রাস্ট তহবিলের প্রিমিয়াম আদায় ও হিসাবায়নের কাজটি আরও ডিজিটাল করার উদ্দেশ্যে “ইনফরমেশন ফর ডিপোজিট ইনস্যুরেন্স প্রিমিয়াম অ্যাসেসমেন্ট (আইডিআইপিএ)” এই নামের একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আজ এই সফটওয়্যারটির উদ্বোধন করেন। বিমাযোগ্য প্রত্যেক আমানতের হিসাবায়নসহ প্রিমিয়াম নির্ধারণী বিবরণ এতদিন পুরনো পদ্ধতিতে সংগ্রহ হতো।
বাংলাদেশ ব্যাংকের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকে গচ্ছিত যে সকল আমানত আছে সেগুলো সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট গঠন করা হয়। ব্যাংক আমানত বিমা আইন ২০০০ অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকসমূহে বিমাযোগ্য আমানতের ওপর নির্ধারিত প্রিমিয়াম গ্রহণ করে তার মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কোন কারণে ব্যাংক যদি অবলুপ্ত হয়ে যায় তাতেও আমানতকারীদের আমানতের বিপরীতে সেই অর্থ ফেরত পাবার নিশ্চয়তা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। নির্বাহী পরিচালক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।