মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » দেশে এলো সেলফি স্পেশালিস্ট স্মার্টফোন এইচ-২০০
দেশে এলো সেলফি স্পেশালিস্ট স্মার্টফোন এইচ-২০০
সিম্ফনি মোবাইল এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন আরেকটি স্মার্টফোন। এইচ ২০০ নামের এই ডুয়াল সিম স্মার্টফোনে রয়েছে অত্যন্ত নিখুঁতভাবে ছবি তোলার জন্য শক্তিশালী দুটি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির সবরকম সমন্বয়। প্রতিবারের মত এবারও বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের কথা চিন্তা করেই সিম্ফনি এই ফোনের ফিচারগুলো নির্ধারণ করেছে। সপ্রতি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিম্ফনির শোরুমে এক সংবাদ সম্মেলনে এই সেটটি উদ্বোধন করা হয়।
সিম্ফনি সেলফি স্পেশালিস্ট এক্সপ্লোরার এইচ ২০০ স্মার্টফোনে রয়েছে দুটি অসাধারন ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা ফেসবুক ও অন্যান্য অ্যালব্যামগুলোর জন্য দারুন সব ছবি তুলে রাখবে। একই সাথে এর ৪ দশমিক ৭ ইঞ্চ আইপিএস এইচ ডি ডিসপ্লের সাহায্যে যেকোনো ছবি বা মুভি হয়ে উঠবে আরও প্রানবন্ত ও সজীব। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালাতে এতে আছে শক্তিশালী ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ১ জিবি র্যাম। এছাড়াও ১৬ জিবি ইন্টারনাল মেমরিসহ এই স্মার্টফোনে এক্সটারনাল ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।
কোম্পানিটির হেড অফ মার্কেটিং, আশরাফুল হক, স্মার্টফোনটি উদ্বোধনকালে বলেন “সিম্ফনি পরিবারে এইচ ২০০ স্মার্টফোনটি নিঃসন্দেহে নতুন এক মাত্রা যোগ করেছে। সবরকম সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য যেকোনও ছবি আরো নিখুঁতভাবে তোলার জন্য এ স্মার্টফোনটি অসাধারণ কাজ করবে । তাই সিম্ফনি এইচ ২০০ দেশের বাজারে দারুন সাড়া ফেলবে বলে আমি মনে করি।”
কো¤পানীর সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক উদ্বোধনকালে বলেন, “আমরা সবসময়ই বাংলাদেশের মানুষের জন্য মানস¤পন্ন দামে আধুনিক মোবাইল ফোন বাজারে নিয়ে আসি। আর এজন্যই আমাদের মোবাইল ফোন দেশের বাজারে গ্রাহকদের পছন্দের তালিকায় সেরা অবস্থানে রয়েছে। সিম্ফনি এইচ ২০০ স্মার্টফোনটির ব্যাপারে তাই আমরা বেশ আশাবাদী।”
১২, ৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনটি সাদা এবং কালো এই দুই রঙে পাওয়া যাচ্ছে।