রবিবার ● ২৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মাদক পাচার করতে গিয়ে ড্রোন বিধ্বস্ত
মাদক পাচার করতে গিয়ে ড্রোন বিধ্বস্ত
সারাবিশ্বে বর্তমানে ড্রোন খুবই আলোচিত একটি বস্তু। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ড্রোনকে মানবকল্যাণে ব্যবহারের জন্য দিনরাত গবেষণা করে চলেছে। অন্যদিকে মাদকপাচারকারীরাও ড্রোন ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করার জন্য উঠেপড়ে লেগেছে। অন্তত এই ঘটনার পর তা-ই বলা যায়।
মাদক নিয়ে সীমান্তের উপর দিয়ে যাওয়ার সময় সেটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে একটি সুপারমার্কেটের পার্কিং লটে বিধ্বস্ত হয়েছে। ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণে মাদক বহন করার ফলে এমনটি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ড্রোনটির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তবে এই ঘটনায় কারা জড়িত, সেটি এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ করছে স্থানীয় পুলিশ।
পুলিশ আরও জানায়, বিধ্বস্ত ড্রোনটি ছিল একটি প্রোটোটাইপ। জায়গামত মাদক পৌঁছে দেওয়ার জন্য এতে ছিল একটি জিপিএস ডিভাইস।
পুলিশ জানিয়েছে, ঐ অঞ্চলে সীমান্তের এক পাশ থেকে আরেক পাশে মাদক পাচারের জন্য বর্তমানে ব্যাপক হারে ড্রোন ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়।