![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ২১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গুগলে কর্মরত প্রথম বাংলাদেশি শিশিরের সঙ্গে আড্ডা অনুষ্ঠিত
গুগলে কর্মরত প্রথম বাংলাদেশি শিশিরের সঙ্গে আড্ডা অনুষ্ঠিত
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে কর্মরত প্রথম বাংলাদেশি শিশির খানের সঙ্গে বুধবার ‘টেক আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
বিআইটিএমের উপদেষ্ঠা ও বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুরের সঞ্চালনায় আড্ডায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে শতাধিক পেশাজীবি, শিক্ষার্থী অংশ নেন। আড্ডায় শিশির খান গুগলে তার অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া কিভাবে বাজারের চাহিদানুযায়ী সফটওয়্যার ডেভেলপ করা যায় এবং টেকনোলজি ইকো-সিস্টেম পরিবর্তন করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে গুগলে কর্মরত শিশির খান বর্তমানে গুগলের টিপিএম ও রিলিজ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।